এরেন্ডেলস

No photo description available.

এরেন্ডেলস সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ি। বর্তমানে যা একটি জাদুঘর। এখানে স্যার এডওয়ার্ড হিথ এর দৈনন্দিন জীবনের বর্ণনা এতো প্রাণবন্ত যে উনাকে অনুভব করা যায়! অন্য সাধারণ বাড়ির মতোই দেখতে একটি দোতলা বাড়ি, পার্থক্য এর বাগান এবং চারপাশের খোলা জায়গায় পরিমান অনেক!

চারদেয়ালের মাঝেই ক্যাথেড্রাল এর রাস্তার পাশেই টিকিট ঘর। এর পর ঢুকতেই খোলা গাছের নিচে একজন ভিজিটর কার্ড আর একটি ফেরত যোগ্য পুস্তিকা হাতে ধরিয়ে দিবে। তারপর একটু খোলা জায়গা। সেখানে গেলেই বাড়িটা দেখা যায়, বাড়ির ভেতরে ঢুকতেই প্রথম যে ঘরটা আসে সেখানে নৌকার/জাহাজের সংগ্রহ আর পুরস্কার। বিভিন্ন সময়ে বদলেছে পালের আকৃতি এবং প্রকৃতি।

নিচতলার পাশের রুমেই আছে ছবি এবং আবক্ষ মূর্তির সংগ্রহ। আবক্ষ মূর্তি টি সাবেক প্রধানমন্ত্রীর উচ্চতার সাথে মিল রেখে স্থাপন করা হয়েছে। এছাড়া স্থান পেয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে ছবি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসা পেইন্টিংস। পাশেই আছে মিটিং রুম, ওখান থেকে বের হলেই সিড়ি নিয়ে যাবে উপরতলার লাইব্রেরীতে।

এখানে বসেই প্রধানমন্ত্রী পড়াশোনা করতেন। চারপাশে রাখা বই, মাঝখানে একটি ডেস্ক আর একটি আরামকেদারা! সাথে আছে একটা বিশাল বেলকনি যার মধ্যে দিয়ে তাকালে সবুজে চোখ জুড়িয়ে যায়। হঠাৎ আমার চোখ পড়ল ডেস্কে, সেখানে স্যার হিথ এর বাবা মায়ের ছোট্ট পোর্ট্রেট দৃষ্টি কাড়ে। আরো ভালো করে দেখলে দেখা যায় বাবা-মায়ের তরুণ বয়সে পোর্ট্রেট। বোঝাই যাচ্ছে বাবা-মা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কাজের একঘেয়েমি থেকে শ্রান্তি দিয়েছেন।

এরকম একটি ডেস্ক আমিও করবো বলে ঠিক করছি তখনই শেলফ এর মধ্যে চোখ আটকে যায়! কয়েকটা পিএইচডি থিসিস! সাথে সাথেই এই লাইব্রেরী রুমে যিনি দায়িত্বে ছিলেন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে বসলাম, প্রাইম মিনিস্টার কেন পিএইচডি থিসিস পড়তেন? ভদ্রমহিলা বিব্রত হলেন, হুট করে বলে বসলেন “আমি এখানে জয়েন করেছি দিন কয়, এখনো প্রধানমন্ত্রীর উপর লেখা সারগ্রন্থ পড়া শেষ হয়নি! তাই আপনার উত্তর দিতে পারছিনা!

“উত্তরটা আমার মতোই “মুখের উপর” ঠেকলো! এখানকার কালচার হচ্ছে অতি বিনয়! কাউকে স্টুপিড এর মত কাজ করতে দেখলে এরা বলে, “That is interesting!”। শাব্দিক আর অর্থগত ভাবে অনেক ফারাক এই কালচারে! হয়তো বিব্রত হলে এই ফারাক কিছুটা কমে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *