Commonwealth Scholarships

নানা কারণে এই স্কলারশিপ জগৎ বিখ্যাত। যারা এই স্কলারশিপ পায় তাদের কে “কমনওয়েলথ স্কলার” বলে। একবার এই তকমা লাগলে তা সারাজীবনের জন্য আপনার। এই গ্রুপে কারা আছেন, সেই লিস্ট এ আমিও যেমন আছি, তেমনি আমাদের সংসদের মাননীয় স্পিকার মহোদয় ও আছেন! এমনকি নোবেল লোরেট ও আছেন এই গ্রুপ এ।

স্ক্রিনিং যে খুব রবাস্ট হবে তা আর বলার অপেক্ষা রাখে না! আমি এই পোস্ট লিখার উদ্দেশ্য একটাই, এই স্কলারশিপ নিয়ে অনেক প্রচলিত ধারণা রয়েছে যার আসলে কোন ভিত্তি নাই, শুধুই গুজব। প্রথম এই আসি, “এই স্কলারশিপ শুধুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য” বিষয়ে। এটা একটা ভুল। এই ধারণায় বিশ্বাস করে আমি অনেক পোটেনশিয়াল ক্যান্ডিডেট কে আবেদন না করতে দেখেছি অথবা কেউ কেউ হাল ছেড়ে দিয়েছেন এমনও দেখেছি!

যদি মূল জায়গায় আসি, এই স্কলারশিপ দেয় যুক্তরাজ্য সরকার তাদের কলোনিয়াল দেশগুলিতে উন্নয়নের জন্য। কাজেই এটি একটি উন্নয়ন স্কলারশিপ। ব্রিটিশ পলিসি মেকার যারা ছিলেন তারা অনেক ভেবে ঠিক করলেন নগদ অর্থ সাহায্য না দিয়ে শিক্ষা সহায়তা অনেক টেকসই হবে! তাই এই স্কলারশিপ।

আর একটা দেশের শিক্ষকদের ভালো উচ্চ শিক্ষার ট্রেনিং দিলে সেটা সেই দেশের শিক্ষার্থীদের জন্য কার্যকর। তাই বাংলাদেশে দুইটা এজেন্সি, কেউ যাতে বাদ না যায় আবার যোগ্য প্রার্থী যেন নির্বাচন করা যায়!

সে কারণেই বাংলাদেশে UGC একটা নমিনেশন এজেন্সি। আরেকটা শিক্ষা মন্ত্রণালয়। UGC এর কাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝ থেকে একটা তালিকা পাঠানো (Faculty Circular)। আর শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো বাংলাদেশের নাগরিক দের থেকে একটা তালিকা পাঠানো। যেহেতু UGC বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা স্ক্রিনিং করে, তাই শিক্ষা মন্ত্রণালয় সেই একই পদ্ধতিতে তাদের জন্য একটি তালিকা করতে অনকে বছর ধরেই UGC এর সহায়তা নিয়ে আসছে (Open Circular)।

ফলে আপনি ফ্যাকাল্টি হন আর বাংলাদেশি নাগরিক, আপনার জন্য প্রযোজ্য রুট এ আপনাকে আবেদন করতে হবে। আপনার স্ক্রিনিং প্রক্রিয়া হবে সম্পূর্ণ আলাদা।

এই লেখায় একটা সার সংক্ষেপ নিয়ে একটা ব্যাখ্যামূলক চিত্র আছে! সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এই স্কলারশিপ এর স্ক্রিনিং একটু জটিল, অনেক গুলি স্তর আছে! দুর্নীতি বা ফেভার নিয়ে এতগুলি স্তর পার হওয়া যায় কিনা সেটাও বুঝতে পারবেন। এই চিত্রে শুধু বাংলাদেশের ধাপগুলি ডিটেইল আছে। UK এর ধাপ নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে।

সারকথা, আমি কিন্তু Open Circular রুটে ২০১৯ সালে স্কলারশিপ পেয়েছিলাম। ফ্যাকাল্টি রুটে একবার বিভাগে, আরেকবার অনুষদে বাদ পরেছিলাম। তাই যারা নিজেদের কে এই বিশাল প্রতিযোগিতায় একজন যোগ্য প্রার্থী ভাবছেন তারা যদি ফ্যাকাল্টি ও হন, Open Circular এ একটা আবেদন করে রাখবেন।

আপনাদের জন্য শুভকামনা।

মাহবুব হাসান,
PhD candidate
King’s College London
Commonwealth PhD Scholar, 2019

One thought on “Commonwealth Scholarships”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *