How to avoid procrestination
২০১৯ সালের মার্চে চট্টগ্রামের ভাটিয়ারী তে আয়োজিত ১ম বায়োটেকনোলজি সামার স্কুল এ টাইম ম্যানেজমেন্ট এর উপর এই টক টি দেয়া হয়েছিল। স্লাইডগুলি যেহেতু ছিল এবং আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে কথাগুলি বিশ্বাস করি তা সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। অনেক কিছুই আছে এতে, যেমন টাইম কিভাবে নষ্ট হয়, কেন আমরা ভালোভাবে এসাইনমেন্ট করি না, কেন সব কাজে ঢিলেঢালা ভাব কাজ করে, না করার ফলে ক্ষতি টা আসলে কার হয়, কিভাবে এড়ানো যায় এবং সময় কে আরও ভালো ভাবে কিভাবে কাজে লাগানো যায় সেসব নিয়েই এই ভিডিও। এতে স্যার জগদীশ চন্দ্র বসুর একটি যন্ত্রের কথাও এসেছে। বিস্তারিত নিচের লিঙ্কে পাবেন। https://en.wikipedia.org/wiki/Crescograph
How to prepare a teaching plan: a guide for new teachers
এখানে যে টিচিং প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে সেটা ইউরোপে টিউটোরিয়াল সেশন নামে পরিচিত। তবে এর সাথে লেকচার এর টিচিং প্ল্যান এর খুব একটা পার্থক্য নাই। তাছাড়া আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ লেকচারের সাথে এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, তেঁতুল খাবার প্রতিযোগিতা বা ইনসুলিন এর থ্রিডি মডেল ক্লাসেই প্র্যাকটিস করিয়েছি! মানে টিচিং হচ্ছে আর এন্ড ডি এর ভালো জায়গা! বিষয়, রিসোর্স আর অভিজ্ঞতায় টিচিং-লার্নিং মিলেমিশে হয়ে উঠে প্রাণবন্ত! নরমাল ক্লাস লেকচার এর টিচিং প্ল্যান এর স্যাম্পল: https://docs.google.com/document/d/12sMExtmq3V8zD52USKOtpfkJnK74NsZJFGpflBNDyIk/edit?usp=sharing এখানে লিংকে দেয়া প্ল্যান এ আউট-কাম দেয়া হয়েছে SMART উপায়ে। যা আসলে, Specific, Measurable, Achievable, Relevant and Time-bound. যেমন, এই ভিডিও এর একটা SMART আউট-কাম হতে পারে এরকম: যিনি এই ভিডিও দেখবেন তিনি একটি টিচিং প্ল্যান এ কয়টি পার্ট বা অংশ থাকে তার ৭৫% নির্ভুল উত্তর দিতে পারবেন! মানে, চারটি পার্ট এর মধ্যে তিনটির নাম বলতে পারবেন! ইনসুলিন এর থ্রিডি মডেল: https://pdb101.rcsb.org/learn/paper-models/insulin সবার টিচিং লাইফ হয়ে উঠুক আনন্দময়! শুভকামনা!